ভূমিকা

মাতৃভাষা-বাংলা

১.   ভূমিকা

গণপ্রজাতšx বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষাও বাংলা। বাংলাদেশের সকল স্তরের নানা ধরনের শিক্ষামূলক কর্মকান্ডের মধ্যে মাতৃভাষা শিক্ষা মূলত কেন্দ্রীয় স্থানে অধিষ্ঠিত। কারণ, বাংলাদেশে মাতৃভাষা ছাড়াও অন্যান্য বিষয় শেখার মাধ্যম হিসেবে বাংলা ভাষাই ব্যবহৃত হয়। তাই বলা যায়, সামগ্রিকভাবে শিক্ষার প্রায় প্রতিটি কর্মকান্ড মাতৃভাষায় যথোচিত যোগ্যতা (জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি) অর্জন ছাড়া সম্পাদন করা সম্ভব নয়। শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত অন্য বিষয়ের সঙ্গে মাতৃভাষা বাংলার পার্থক্য হচ্ছে এই যে, ভাষা মানুষের যাবতীয় ভাব বিনিময় ও যোগাযোগের প্রধান বাহন। এ দিক বিবেচনা করেই ভাষা শেখার জন্য চারটি দক্ষতা- শোনা, বলা, পড়া ও লেখা শনাক্ত করা হয়েছে।  বাংলাভাষা শেখার ক্ষেত্রেও এ চারটি দক্ষতা অর্জন করতে হবে। উপরন্তু, আমাদের মনে রাখা দরকার, বাংলাদেশের স্বাধীনতা লাভের পেছনে বাংলাভাষা আন্দোলনের আবেগময়, রক্তক্ষয়ী, সক্রিয় ও প্রত্যক্ষ ফলদায়ী ভূমিকা রয়েছে। মাতৃভাষার জন্য আমাদের এই আত্মদানের ইতিহাসকে সম্মান দেখিয়ে ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর সারা বিশ্ব একুশে ফেব্রুয়ারি তারিখটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গ্রহণ করেছে। আমাদের জাতীয় জীবনে এ সম্মান বোধের প্রতি সচেতনতাসহ নিত্য দিনের সমস্ত প্রয়োজন মেটাতে বাংলাভাষার ব্যবহার ও অবস্থান দৃঢ় করার প্রয়োজন রয়েছে।
বিস্তারিত পড়ুন

পরীক্ষা : যোগ্যতা ভিত্তক প্রশ্ন

যোগ্যতা ভিত্তক প্রশ্ন:
শ্রেনী: পঞ্চম
বিষয়: বাংলা
অধ্যায়: আমাদের এই দেশ
শিখনফল-১.১.১.পরিচিত ও অধীত শব্দ শুনে বুঝতে পারবে।
Stem: ‘কাটারি ভোগ’ শব্দটি কোন ফসলের সাথে সম্পর্কযুক্ত? Distracter
ক) পাট
খ) ধান
গ) আখ
ঘ) আলু
Domain: জ্ঞান উত্তর: খ
শিখনফল-১.১.১.পরিচিত ও অধীত শব্দ শুনে বুঝতে পারবে।
Stem: ‘কাটারি ভোগ’ শব্দটি কোন ফসলের সাথে সম্পর্কযুক্ত? Distracter ক) কলা
খ) ধান
গ) আখ
ঘ) আম
Domain: জ্ঞান উত্তর: খ

শিখনফলঃ-১.১.২.বিভিনড়ব ধরনের শব্দ ও ছোট ছোট বাক্য শুনে বুঝতে পারবে।
Stem: এককালের দেশীয় মূল্যবান কাপড়ের নাম কী ? Distracter
ক) জামদানি
খ) বালুচরি
গ) মস্লিন
ঘ) তসর
Domain: জ্ঞান উত্তর: গ

বিস্তারিত পড়ুন

ব্লগ লিখার নিয়মাবলী

 

আমরা আপনার লেখা প্রকাশ করতে চাই। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা বিষয়ে আপনি আপনার মতামত জানাতে পারেন, ভাবনাগুলো শেয়ার করতে পারেন অনলাইন পাঠকদের কাছে। প্রাথমিক শিক্ষা সম্পর্কে আপনার অভিজ্ঞতাগুলোও তুলে ধরতে পারেন।

এই মুহূর্তে এ সাইটে লেখা সরাসরি পোস্ট করার কোনো সুযোগ নেই। ব্লগ লিখার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার নাম ও ই-মেইল ঠিকানা আমাদেরকে মেইল করতে হবে।  মেইল পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ড আপনার ঠিকানায় পাঠানো হবে। মেইলে একটি কনফার্মেশন লিংক থাকবে তাতে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ফ্রি ব্লগ রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে আপনি আমাদের ব্লগ এ লগ ইন করে লিখতে পারবেন।
 আপনার লেখা আমাদের কাছে পৌঁছার পর প্রাথমিক শিক্ষা ব্লগের এ্যাডমিন দ্বারা সংক্ষিপ্ত পর্যালোচনার পর আপনার লেখা যতো দ্রুত সম্ভব প্রকাশের ব্যবস্থা করা হবে।  লেখা পাঠানোর ক্ষেত্রে শুধু মনে রাখতে হবে, এই ওয়েব সাইটে প্রকাশের জন্য আপনি সেই লেখাগুলোই পাঠাতে পারবেন যেগুলোর স্বত্ব আপনার কাছে সংরক্ষিত। লেখার বিষয়বস্তু ও স্বত্ত্ব সম্পর্কিত যে কোনো বিষয়ের জন্য লেখকই দায়ী।

 আমাদের কাছে লেখা পৌঁছানোর পর যতো দ্রুত সম্ভব আমরা লেখাটি প্রকাশের ব্যবস্থা করবো। উল্লেখ্য, এখানে লেখার জন্য লেখকদের কোনো প্রকার সম্মানী দেয়া হয় না বা লেখা প্রকাশের জন্য কোনো প্রকার অর্থও গ্রহণ করা হয় না। এই সাইটের লেখা জ্ঞানার্জন-সম্পর্কিত যে কোনো কাজে বিনা অনুমতিতেই ব্যবহার করা যাবে। বাণিজ্যিক কোনো কাজে ব্যবহার করতে চাইলে সংশ্লিষ্ট লেখকের সাথে যোগাযোগ করে অনুমতি নিতে হবে। ব্লগ কর্তৃপক্ষ এ সম্পর্কিত কোনো দায়দায়িত্ব বহন করবে না।

আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 

Bangla Problem

Bangla Problem?

How to view and type Bangla? There are several ways for that, we are providing the simplest one. It requires an internet connection and we think all of you already have it.

Step 01

How to install Icomplex

Just download I-COMPLEX from here and install it. This is enough to only view Bangla correctly. You might need to restart the computer.

 

 

Step 02

Download any Bangla unicode font: “BNG” from here or “SolaimanLipi” from here or download any other Bangla unicode font from here.

Copy and paste the fonts to “C:\windows\fonts” folder or “control panel\fonts” folder to view Bangla in the web pages.

Step 03
To write Bangla anywhere, download and install the “Avro” software from here. You might need to restart the computer.

Step 04
Run “Avro” and press “F12″ and type something. There are several modes to write Bangla. Easiest way is to Select “Avro Phonetic” from the menu of AVRO KEYBOARD. Write anywhere “ami banglay gan gai”, it will be automatically typed “আমি বাংলায় গান গাই”

(Mane, English e “ami banglay gan gai” likhle bangla te “আমি বাংলায় গান গাই” lekha hobe.

There are also some other available methods including typing with traditional keyboard layouts (Bijoy, Unibijoy or Unijoy) and some other.

To learn typing and other methods in detail, visit Avro keyboard website.

Step 05
Browser configuration (Internet Explorer, Mozilla Firefox, Opera, Safari) or Bangla font customization for different browsers:

Internet Explorer
1. From menu, go to “Tools>Internet Options”
2. From this window click on “Fonts”
3. Click on the drop down list for “Language Scripts” and select “Bengali” from this drop down list (you may have to scroll up to locate it)
4. Select any desired Bangla font (BNG or SolaimanLipi) for “Web Page Font”. Then click ok and ok again.

Mozilla Firefox
1. From menu click on “Tools” and select “Options”
2. From this window click on “Content”
3. Click on “Advanced” button
4. Click on the drop down list for option “Fonts for” select “Bengali” from this list
5. Complete all the option fields by selecting “BNG” (or any other bangla font)
6. Select “Default Character Encoding” as “Unicode (UTF-8)” and click ok.
7. Click ok again to complete your setup.
Note: Firefox 3 is working fine. Please, use Firefox 3. We are experiencing some problem in older versions of firefox, it will never be solved…. errr….ops…..it will be solved soon. This completes your setup for firefox.

Opera
1. From menu click on “Tools” and select “Preferences”
2. Click on “Advanced” tab, click on “Fonts” from left menu and click “International Fonts”
3. Choose writing system ‘Bengali’ from drop-down list
4. Choose a font (BNG or SolaimalLipi) for normal font.
5. click ok until you exit from preferences

Google Chrome
1. Click on the “Tools” icon and Select “Options”
2. On the “Minor Tweaks” tab, click on “Change font and language settings” button
3. On the “Fonts and Languages” dialogue box, click on “Fonts and Encoding” tab
4. Select any bangla font (BNG of SolaimanLipi) as “Serif” and “Sans-serif” fonts
5. Select “Unicode (utf-8)” as the “Default Encoding”
6. Click OK and Click Close

Safari
1. Open Safari, Goto Edit>Preferences
2. Click on Appearance
3. On the Standard Font and Fixed-Width Font, Select Solaimanlipi in both Fields and Leave the font size as it was
4. Click on Default Encoding, and select Unicode (UTF-8) and close the box
5. Restart Safari

Note:
We are not sure how “i-complex” is doing in MAC OSX operating systems. If MAC supports Unicode and Complex Scripts, then you can see Bangla from Safari on MAC pc. If “i-complex” is already installed in Windows pc, you can view http://www.bn.bdeduarticle.com correctly with the Safari (for windows) browser, as i can see it now.

OK ALL DONE.

আপনি যদি এই লেখাটা পড়তে পারেন, তার মানে আপনার কম্পিউটার বাংলা দেখার জন্য রেডি।
apni jodi upore bangla na dekhe kono box box ( ▓▓▓▓ ) lekha dekhen,
tahole apnar pc bangla support install hoy ni.

Feel free to ask us anything.

Courtesy: বাংলাদেশের শিক্ষা

প্রাথমিক শিক্ষা ব্লগ সম্পর্কে

এ কথা স্বীকৃত যে, জাতি গঠনের ভিত্তি হলো শিক্ষা। একটি জনগোষ্ঠীর শিক্ষা ভিত্তি পায় তার সন্তানদের প্রাথমিক স্তরের শিক্ষায়। সুতরাং, প্রাথমিক শিক্ষার গুন ও পরিমানগত মান দ্বারা নির্ধারিত হয় পরবর্তী স্তরের শিক্ষার অর্জণসমুহ। এই ব্লগে মূলত যারা প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করেন, চিন্তা করেন, নীতি নির্ধারণ করেন এবং নানাভাবে ভুমিকা রাখেন ও প্রাথমিক শিক্ষার নানা দিক নিয়ে আগ্রহ পোষণ করেন তাদের মুখর অংশগ্রহণ নিশ্চিত হবে। যার উদ্দেশ্য হবে প্রাথমিক শিক্ষার গুন ও মান নিয়ে নানা মাত্রার আন্তক্রিয়ার মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষার বিরাজমান অবস্থার গঠনমুলক মূল্যায়ন, সমালোচনা, আলোচনা ইত্যাদির মাধ্যমে অগ্রসরতর দিক নির্দেশনা বিকশিত করা।